Tuesday, June 18, 2013

তৃণমূল কংগ্রেসের লাগাতার সন্ত্রাসকে উপেক্ষা করে মনোনয়নপত্র প্রত্যাহার না করার সিদ্ধান্তে অটল থাকলেন বামফ্রন্টের সিংহভাগ প্রার্থী। সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। যদিও প্রবল সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশনের সচিব তুফানগঞ্জ মহকুমার ক্ষেত্রে মনোনয়নপত্র পেশ করার সময়সীমা একদিন বাড়িয়ে গত ১২ই জুন কোচবিহার জেলা শাসককে একটি ফ্যাক্সবার্তা পাঠায়। সেই সাথে স্ক্রুটিনি ও প্রত্যাহারের তারিখও একদিন করে পিছিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় ওই ফ্যাক্সবার্তায়। সেই অনুযায়ী তুফানগঞ্জে মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহারকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বাইক বাহিনী এখন লুটেরা বাহিনীতে পরিণত হয়েছে। ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি বেপরোয়া লুটতরাজ চালাচ্ছে বাইক বাহিনী।

Ganashakti


No comments:

Post a Comment